ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এক উষ্ণ মতবিনিময় সভায় মিলিত হলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুমন রহমান।
গত শনিবার (২২ মার্চ ) বিকেলে আয়োজিত ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে আয়োজিত এ মিলনমেলায় বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা অংশ নেন। ইফতারকে ঘিরে আয়োজিত এই আয়োজনটি রূপ নেয় একটি প্রাণবন্ত মতবিনিময় সভায়, যেখানে বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা মান উন্নয়ন এবং বাস্তবভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে অ্যালামনাইদের নানা প্রস্তাব ও মতামত উঠে আসে।
প্রফেসর ড. সুমন রহমান বলেন, ‘বিভাগের উন্নয়নে অ্যালামনাইদের অভিজ্ঞতা ও প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা বিভাগের ভাবনা ও কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকুক।’ তিনি বিভাগের কাঙ্ক্ষিত অগ্রগতির লক্ষ্যে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং অ্যালামনাইদের সঙ্গে একটি সুদৃঢ় ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও অ্যালামনাই রিলেশন অফিসার আল ইমরান উপস্থিত ছিলেন।
তারা বলেন, অ্যালামনাইরা বিভাগের সবচেয়ে বড় শক্তি, যাদের পেশাগত অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশক হতে পারে।
আয়োজক অ্যালামনাই নির্বাহী কমিটি জানায়, ভবিষ্যতে বিভাগীয় কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আরও বৃহৎ পরিসরে নানা আয়োজন করা হবে।
অংশগ্রহণকারীরা বলেন, এই ইফতার আয়োজনের মাধ্যমে শুধু বন্ধন নয়, বিভাগের ভবিষ্যৎ পথচলায়ও তারা নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে চান।
মন্তব্য করুন