আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান ও গণইফতার কর্মসূচি পালন করেছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’।
শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা।
এদিন বিকেল ৫টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’। এখানে তারা গণইফতারও সম্পন্ন করে সন্ধ্যা ৭টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করেন তারা।
পরে কর্মসূচি ঘোষণা করা হবে বলে কালবেলাকে জানিয়েছেন প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।
অবস্থান কর্মসূচিতে তারা, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী নিষিদ্ধ করো’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জালো’, ‘২৪-এর বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দেন।
মন্তব্য করুন