ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধ এবং আজাদ ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের নেতাদের দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়। হল পাড়া থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আজাদ ফিলিস্তিন ও ইনকিলাব মঞ্চের আয়োজনে এ মিছিল হয়।
এ সময় তারা- ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’; ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জায়োনবাদ নিপাত যাক, ‘ফিলিস্তিন মুক্তিপাক’; ‘ওয়ান টু থ্রি ফোর, অকোপেশন/জায়োনিজম নো মোর’- ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, আজকে সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সেহরি করছে সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে।
আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক ইমরান বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একই সঙ্গে জায়োনিজমের বিরুদ্ধে। আমরা বলতে চাই যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনে আমেরিকার মদদে হাজারো মুসলিমকে হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাব। আমরা মুসলিম বিশ্বের কাছে আহ্বান জানাই, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, আওয়ামী লীগ ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিল আমাদের ভাই-বোনদের ওপর নজরদারির জন্য। আমরা এর হিসাব চাই। যে স্পাইওয়্যার কিনে আমার ভাইকে আয়না ঘরে রাখা হয়েছে তার বিচার করতে হবে। আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল লেখা পুনর্বহাল করতে হবে।
মন্তব্য করুন