ঈদুল ফিতর উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেষ ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর ছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শবেকদর এবং জুমাতুল বিদা উপলক্ষে এ দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
জানা যায়, ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অফিস। তবে ছুটিকালীন জরুরি সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। একইভাবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা। এরই মধ্যে ব্যাগ গোছানো শেষ অধিকাংশেরই। ক্লাস শেষ করেই বাড়ি উদ্দেশে রওনা দেবেন তারা।
মন্তব্য করুন