ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন চাই স্বাধীনতা’, ‘নেতানিয়াহুকে বিচার চাই’, ‘ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এমন বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে মুসলিমদের নিজেদের শক্তিতেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঙলা কলেজ শাখার সভাপতি এইচ এম আব্দুল মালেক জিহাদী বলেন, ‘আমরা ফিলিস্তিনের মানুষের যন্ত্রণা অনুভব করি। আজকের তরুণদের মধ্য থেকেই সেই নেতৃত্ব উঠে আসবে, যারা এই অন্যায়ের জবাব দেবে।মানবাধিকার ও ন্যায়বিচারের বুলি যারা সর্বদা আওড়ায়, তারা আজ ফিলিস্তিনের ইস্যুতে নীরব। কিন্তু আমরা নীরব থাকব না, আমাদের প্রতিবাদ চলবে।’
বিক্ষোভ মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে।
মন্তব্য করুন