পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর সরকারি বাঙলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এইচ.এম. সালাউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ মাস আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। একজন শিক্ষার্থীর শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা অর্জন করাও জরুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার অর্থ বিষয়ক সম্পাদক এমরান হোসাইন এবং কলেজ বিষয়ক সম্পাদক সাহিদ রায়হান।
তারা বলেন, ইসলামী আদর্শের আলোকে দেশ ও সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশকে এগিয়ে নেওয়ার ব্রত নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি এইচ.এম. আব্দুল মালেক জিহাদী। তিনি বলেন, ছাত্রশিবির ছাত্রদের নৈতিক ও শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো নিজেকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতারাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী চেতনা, ভ্রাতৃত্ববোধ ও একতা তৈরি করতে সহায়তা করে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত করা হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা জানান, সরকারি বাঙলা কলেজ শাখার ছাত্রশিবিরের উদ্যোগে এ ইফতার মাহফিল শিক্ষার্থীদের মধ্যে ইসলামী চেতনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি প্রচেষ্টা।
উপস্থিত অতিথিরা সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।
মন্তব্য করুন