সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩২
ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইবিতে ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিগত ১৬ বছরে হওয়া নিয়োগ-সংক্রান্ত অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। একই সঙ্গে জুলাই আন্দোলন চলাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিপ্লববিরোধী ভূমিকা চিহ্নিত করতে পৃথক ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

দুর্নীতিবিষয়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। অন্য সদস্যরা হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী। এ ছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদার। কমিটিকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশ সূত্রে, ২০০৯ সালের ৯ মার্চ থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির পৃষ্ঠপোষকদের চিহ্নিতকরণ ও এ সংক্রান্ত তথ্য অনুসন্ধানে এই তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, চিঠি হাতে পেয়েছি। আমরা এরইমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। অনিয়মের তথ্য জমা দেওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। কারও কাছে দুর্নীতির কোনো তথ্য দেওয়ার থাকলে, অনলাইন ও অফলাইনে জমা দেওয়ার আহ্বান থাকবে। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

এদিকে বিপ্লববিরোধী ভূমিকা চিহ্নিতকরণ বিষয়ক কমিটিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে আহ্বায়ক ও বিএনসিসি অফিসের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দার গ্রেপ্তার

সোনারগাঁ বিএনপি / একই স্থানে পাল্টাপাল্টি কার্যালয়, সংঘাতের শঙ্কা

ঝিনাইদহে বিএনপির ইফতার, অংশ নিলেন ১৫ হাজার নেতাকর্মী

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’ শুরু

সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে : হেফাজতে ইসলাম

‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা

ইউএপি ‍সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও ইফতার মাহফিল

শিস দিয়ে কথা বলেন ভারতের এই গ্রামের মানুষেরা

বরগুনায় কিশোরী ধর্ষণে জড়িতদের শাস্তি দাবি বিএনপি নেতা মনির

ভারতে পৌঁছালেন মার্কিন গোয়েন্দাপ্রধান, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও

১০

তারেক রহমানের পক্ষ থেকে সরাইলে ইফতার সামগ্রী বিতরণ 

১১

হাবিপ্রবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৪১ শিক্ষার্থী

১২

পতিত স্বৈরাচার ইফতার মাহফিলও করতে দেয়নি : ফিরোজ

১৩

বাংলাদেশ ঔষধশিল্প সমিতির সভাপতি মুক্তাদির, সম্পাদক জাকির

১৪

‘দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে’

১৫

‘ইসলামি দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ জিয়া’

১৬

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ নিয়ে সরকারের ব্যাখ্যা

১৭

৬ মাসেও কোনো সংস্কার দৃশ্যমান হয়নি : আমিনুল হক 

১৮

কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা বন্ধ

১৯

নিজ দেশের নাগরিকদের ওপর বিমান হামলা, মিয়ানমারে নিহত ১২

২০
X