বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর ঢাকা কলেজ শাখার ৯০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নোমান আলম মুন এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
শনিবার (১৫ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এ কমিটি।
কমিটিতে ১২ জনকে সহসভাপতি, ১২ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, আটজনকে সহসাংগঠনিক সম্পাদক এবং আরও অন্যান্য সম্পাদকসহ ৯০ সদস্যের কমিটি করা হয়েছে।
সিনিয়র সহসভাপতি মো. নাহিদ আলম, সহসভাপতি খন্দকার শাহিন ছানোয়ার, মো. সোহেল রানা আনসারী, মো. রাকিব হোসেন আসাদ, মো. ইমরান হোসেন, মো. মিনহাজুল ইসলাম, মো. সাগর আহমেদ, রবিউল মিয়াজী, মো. ফিরোজ শাহীন, মো. আসাদুল ইসলাম, মো. এলাহী মন্ডল, মো. সাজ্জাদ হোসেন।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারহান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রায়হান, মো. খাইরুল ইসলাম, রিয়াজুর রহমান, মো. কামরুল হাসান, আহমেদ সাজ্জাদ সেঞ্জার, আব্দুল্লাহ আল আমিন, মো. মোজাহিদ শেখ, তাসনিমুল হাসান সাঈদী, মো. হামিদুর রহমান, মো. ইমামুল ইসলাম, মো. জামিউর রহমান।
ধর্ম বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম জিহাদ সহধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসাইন শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. আবু রায়হান রোজ সহশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আরাফিন ইসলাম সজীব।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. পারভেজ আলী সহস্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ শুভ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আরমান হোসেন।
সহ-জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সৈকত। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান লিমন। ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. সামির ইয়াসার সায়ন্ত সহত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খলিল
আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. সাবের হোসেন, সহআপ্যায়নবিষয়ক সম্পাদক মোহাম্মাদ ইয়ামিন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান সহস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সহআন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক তানভীর হায়দার আসিফ।
মন্তব্য করুন