ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত কলেজ সম্মেলন ও ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুহা. শরিফ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল করিম আকন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্যগবেষণা ও প্রযুক্তি সম্পাদক মো. ফয়জুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মো. ফজলে সোবহান, কেন্দ্রীয় শুরা সদস্য ও বাঙলা কলেজ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রিদওয়ান জামিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, দারুস সালাম থানা শাখার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নাজির আহমেদ তালুকদারসহ অন্যান্য নেতারা।
সম্মেলনে ২০২৪ সেশনের বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাজমুল করিম আকনকে সভাপতি, শাহরিয়ার খানকে সহসভাপতি ও সামিউর রহমান মিরাজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতারা সংগঠনের নীতিমালা ও আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে মিলিত হয়ে আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন