বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, যারা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য একযোগে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনে সকল কিছুর মূলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতিকে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন। আমৃত্যু কাজ করে গেছেন গণমানুষের কল্যানে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. তানজীন হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রক্টর ড. খোরশেদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স. ম. ইমানুল হাকিম, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক হুমায়ুন কবীর ও বরিশাল বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দীপু রানী ভৌমিক।
মন্তব্য করুন