যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় অনুপস্থিত থেকেও পাস করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি মর্মে স্বীকারোক্তি দিলেও সংশ্লিষ্ট বিভাগ তাকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করেছেন।

এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো পত্রে তাকে উপস্থিত দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ শান্তি হিসেবে চাকরিচ্যুতেরও বিধান রয়েছে।

অনুসন্ধানে জানা হয়, গত সপ্তাহে মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিএ প্রথম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। এতে এমবিএ-২২২৩০৯ রোলধারী এক শিক্ষার্থী এমকেটি-৫১০৭ কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে পাস দেখানো হয়েছে।

টাইপিং মিস্টেক হয়েছে কি না যাচাইয়ে দেখা যায়, ওই পরীক্ষার্থীর নম্বরের সঙ্গে পরবর্তী শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কোনো মিল নেই, যা প্রমাণ করে এটি টাইপিং মিস্টেক নয়। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো পত্রে তাকে উপস্থিতি দেখানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে টাইপিং মিস্টেক হওয়ারও সুযোগ নেই। আবার বিভাগে থাকা উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো উপস্থিতি পত্রে কীভাবে ওই শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হলো? এটি অনেক বড় প্রশ্ন!

এ বিষয়ে জানতে চাইলে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এসএম শরীফুল হক ও ওই পরীক্ষা কমিটির সভাপতি মো. সালিউদ্দিন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক মো. আমিনুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ কালবেলাকে বলেন, আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। যদি এ ধরনের কোনো অপরাধ সংগঠিত হয়, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

চট্টগ্রামে পুলিশের বাধায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধ এবং এসপি-ওসির প্রত্যাহারের দাবি সনাতন ধর্মাবলম্বীদের

নুসরাত, অপু ও জায়েদসহ ১৭ নায়ক-নায়িকার নামে মামলা

জয়ের পর নাচলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী, দেখুন ছবিতে

‘স্বাধীনতার পর এই প্রথম সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে’

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে 

কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার 

ইউএনওর উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু

১০

দাম কমেছে আলু ও পেঁয়াজের

১১

দ্বিতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই মার্ক কার্নি

১২

পাকিস্তানের শিমলা চুক্তি স্থগিতের হুমকি কেন গুরুত্বপূর্ণ?

১৩

কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণা

১৪

কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

১৫

জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর

১৬

সাদমানের সেঞ্চুরির আনন্দে ছেদ, জিম্বাবুয়ের জোড়া আঘাত

১৭

তারিক সিদ্দিকীর মেয়ে বুশরাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

১৯

গুলশানে সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক

২০
X