রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারে স্নাতক পাসের আগেই সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই কমিটি গঠন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে একটি অ্যাডহক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন প্রণয়নের জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খানকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ মার্চ ‘স্নাতকের ফল প্রকাশের আগেই প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি খতিয়ে দেখতেই কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন