পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিক ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা কলেজ ছাত্রদল। ইফতারে কলেজের আবাসিক শিক্ষার্থীদের স্বস্তি দিতে সংগঠনটি এ কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় ঢাকা কলেজ আখতারুজ্জামান ইলিয়াস হলে এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে অন্যান্য হলে ইফতার বিতরণ করা হবে বলে জানান তারা।
ইফতার বিতরণে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবউদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক তাজবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবির রায়হানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ঢাকা কলেজের আটটি হলের যারা আবাসিক শিক্ষার্থী তাদের মধ্যে ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ করা হবে। ইতোমধ্যে আমরা আখতারুজ্জামান ইলিয়াস হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ইফতার পৌঁছে দিয়েছি। আমাদের এই ইফতার বিতরণ একটি ধারাবাহিক প্রোগ্রাম। এটা প্রোগ্রামের ধারা আমাদের অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রতিটি আবাসিক হলের শিক্ষার্থী কাছে আমরা ইফতার পৌঁছে দেব।
মন্তব্য করুন