মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. কাজল হাসান মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংগঠনের নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. কাজল হাসান মিয়াকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।’
এ ছাড়া তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অব্যাহতিপ্রাপ্ত মো. কাজল হাসান মিয়া বলেন, আমি ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে চট্টগ্রামে কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলাম। আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত নই। তবে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, সেটি কারণ হতে পারে। তা ছাড়া ১ আগস্ট আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এটাও কারণ হতে পারে।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন