বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে সংগঠনটি ৫০০ কপি কোরআন বিতরণ করেছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি আবু নাসির ত্বোহা। এ সময় নেতারা শিক্ষার্থীদের হাতে কোরআনের কপি তুলে দেন এবং কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
কোরআন বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এটি খুবই প্রশংসনীয় কাজ এবং এতে তারা উপকৃত হবেন।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, আমরা অনেক সময় কোরআন পড়ার সুযোগ পাই না বা সহজে সংগ্রহ করতে পারি না। এ উদ্যোগ আমাদের জন্য অনেক উপকার হয়েছে। কোরআন অধ্যয়নের মাধ্যমে আমরা নৈতিক ও আত্মিক উন্নতি সাধন করতে পারব।
বাকৃবি শাখা শিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্টদের আমলে সাধারণ শিক্ষার্থীরা তাদের রুমে কোরআন রাখতে ভয় পেত। তাই কোরআন নাযিলের মাসে কোরআনের আলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। সামনের দিনগুলোতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন