ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষার উদ্যোগ হিসেবে ব্যতিক্রম একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্তৃপক্ষ। অনুমতিব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছের ডাল ভাঙা, ফুল ও ফল ছেঁড়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের এস্ট্রেট শাখা। আদেশে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। তবে গবেষণার ক্ষেত্রে বন ও পরিবেশবিজ্ঞান (এফইএস) বিভাগের শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন।
এস্ট্রেট শাখার সহকারী রেজিস্ট্রার সেতু চাকমার সই করা অফিস আদেশে জানানো হয়েছে, রাবিপ্রবির সামগ্রিক সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অনুমতিব্যতীত কোনো গাছের ডাল ভাঙা, ফুল ও ফল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ (এফইএস বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে গবেষণা/হারবেরিয়াম ব্যতীত)। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শৃঙ্খলা তৈরিই হোক আমাদের আগামীর অঙ্গীকার একথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের এস্ট্রেট শাখা।
রাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার (এস্ট্রেট) সেতু চাকমা কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের ফুল, ফল ছিঁড়ে নিয়ে যায়। অপ্রয়োজনেও গাছের ডালপালা ভাঙে। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছেন। ওই সিদ্ধান্তের আলোকে এস্ট্রেট শাখা থেকে অফিস আদেশ দেওয়া হয়েছে। তবে গবেষণা ও হারবেরিয়াম তৈরির জন্য বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন। বিভিন্ন ফলের মৌসুমে ক্যাম্পাসে উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফলগুলো সংগ্রহ করে শিক্ষার্থীদের কাছে সুলভমূল্যে বিক্রয়ের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ। তখন শিক্ষার্থীরা স্বল্পদামে ফল কিনতে পারবেন।
মন্তব্য করুন