পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি প্রতিক পাল ও সাধারণ সম্পাদক হিসেবে এসএম তানভিরুল ইসলাম (সৌরভ) মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মালেক, সাবেক সভাপতি ইপন চন্দ্র এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম সহিদুল ইকরামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হিসেবে তাওয়াজ মোরশেদ হিমেল এবং সহসভাপতি হিসেবে মো. নাজমুল হুদা রিফাত, জীবন চাকমা, সজীব বড়ুয়া, সাজ্জাদ ইবনে হোসেন, নাহিম উদ্দিন, ফাহিম ফাতিন, অনির্বাণ দে অর্ক, মোহাম্মদ আলী সাগর, মহিদুল শরীফ, নীলাঞ্জন দেবনাথ ধ্রুব, সিয়াম রহমান, আরফানুল ইসলাম বাবু, সাইমন ইসলাম, হাসান আহম্মেদ, মোহাম্মদ আশরাফুল, উম্মে তাসমিন সুমাইয়া জেবা, মেহেজাবিন চৌধুরী (বিপাশা), নীলাঞ্জনা দাশ এবং ওয়াহিজাতুন্নেসা স্বর্ণালী দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন