যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
অবৈধ শিক্ষক নিয়োগ

যবিপ্রবি অধ্যাপকসহ সাবেক দুই উপাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা

বাঁ থেকে যবিপ্রবির অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার ও ড. মো. আনোয়ার হোসেন। ছবি : কালবেলা
বাঁ থেকে যবিপ্রবির অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার ও ড. মো. আনোয়ার হোসেন। ছবি : কালবেলা

যোগ্যতা ছাড়াই সহকারী অধ্যাপক পদে অবৈধভাবে নিয়োগ পাওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়োগ প্রক্রিয়ায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের মামলায় ১নং আসামি ড. ইকবাল কবির জাহিদ ও ২, ৩ ও ৪নং আসামিরা হলেন যবিপ্রবির সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোছা. ফেরদৌসী বেগম।

মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা সুস্পষ্টভাবে লঙ্ঘনপূর্বক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদকে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রদান করা হয়। এতে সম্পৃক্ত ছিলেন যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফেরদৌসী বেগম।

বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রার্থী হিসেবে আবেদনের সময় ড. ইকবালের বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে শিক্ষকতা করার কোনো বাস্তব অভিজ্ঞতা কিংবা তার কোনো পিএইচডি ডিগ্রি ছিল না। অর্থাৎ ড. ইকবাল কবীর জাহিদের সহকারী অধ্যাপক পদে নিয়োগ লাভের কোনো যোগ্যতা ছিল না।

এ ছাড়া এজাহারে উল্লেখ করা হয়, অবৈধভাবে নিয়োগ পাওয়া ড. ইকবাল ২০০৯ সালের জুন মাস থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত বেতন হিসেবে ১ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৭৮৯ টাকা উত্তোলন করে সরকারি অর্থের ক্ষতিসাধন করেছেন, যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তি যোগ্য অপরাধ।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, এ চারজনের বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক নিয়োগের নানা অভিযোগ থাকায় মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন : মঞ্জু

নির্বাচন পেছাতে অজুহাত তৈরির পাঁয়তারা চলছে : মির্জা আব্বাস

‘খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ’

দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টরকে আসামি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদাবাজির মামলায় পটুয়াখালীতে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

রোজা রেখে কি রক্ত দেওয়া যায়?

সিলেটে ফেব্রুয়ারিতে সড়কে প্রাণ গেল ৩২ জনের

বরিশালে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১০

‘দারিদ্র্যতা দূর করতে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’

১১

জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ ছাত্র সংগঠনের প্রতিবাদলিপি

১২

অপারেশন ডেভিড হান্টে বাহুবলে গ্রেপ্তার ৪

১৩

সিআইডি প্রধানসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি

১৪

রামকৃষ্ণ মিশনে মেজর জেনারেল মঈন খান / ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী

১৫

এস আলমসহ পরিবারের ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

এইচআইভি পরীক্ষায় নতুন পদ্ধতি আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

১৭

হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

১৮

বগুড়ায় দুস্থদের জন্য ১ টাকায় ইফতার

১৯

জেনেভায় জুলাই-আগস্টের অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন তুর্ক

২০
X