জয়নাল আবেদীন, ববি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ঘোষণা দিলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংকট নিরসনের উদ্যোগ বক্তব্যেই সীমাবদ্ধ রয়েছে। কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একটাই বক্তব্য দিতেন ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে’। এই বক্তব্যেই সীমাবদ্ধ থাকতেন তারা। সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখেনি শিক্ষার্থীরা। অবকাঠামোগত উন্নয়নে পাঠদান কক্ষ ও ভবন সংকট, শিক্ষক-কর্মকর্তা সংকট এবং সেশনজটসহ নানান সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়টিতে। এর আগেও এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

২০১৯ সাল থেকে এ পর্যন্ত মোট তিন উপাচার্য এসব সংকট মোকাবিলার পদক্ষেপ গ্রহণ করার কথা জানান। সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনও এই একই কথায় বলেছিলেন। তারা বিভিন্ন সংকট নিরসনে আশ্বস্ত করে এসেছেন কিন্তু কেউই বাস্তবায়নের মুখ দেখাতে পারেনি। কোনো কিছুর প্রতিফলনও ঘটাতে পারেনি। বরং উপাচার্যরা একই সুরে বলেছেন ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও চেষ্টা করব’। আর সেই চেষ্টা চলছে অবকাঠামোগত উন্নয়ন বাদে ছোটখাটো কাজের মাধ্যমে।

রেজিস্ট্রার ও পরিকল্পনা দপ্তর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়ন হয়েছে। সেখানে দুটি একাডেমিক ভবন, দুটি প্রশাসনিক ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, কেন্দ্রীয় গ্রন্থাগার, একটি কেন্দ্রীয় মসজিদ ও চার হল নির্মাণ হয়েছে মাত্র যা শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী অপ্রতুল। দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হওয়ার পরেও কেউই নতুন করে ভবন নির্মাণে বাস্তবায়ন রূপরেখা সম্পন্ন করতে পারেনি। দ্বিতীয় পর্যায়ের (প্রকল্প) কাজ অনুমোদন নিতে সাবেক উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন ও বদরুজ্জামান ভূঁইয়া উদ্যোগ গ্রহণ করলেও তা আশার মুখ দেখতে পায়নি শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ বিভাগের বিপরীতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষক সংকট ও পাঠদান কক্ষ সংকট থাকার কারণে সেশনজট তীব্র হয়ে উঠেছে। অনেক বিভাগে খোঁজ নিয়ে দেখা যায় ১২ মাসে মাত্র একটি সেমিস্টার শেষ করা হয় যেখানে দুটি সেমিস্টার শেষ করার কথা। গত সাত বছর ধরে এ চিত্র দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে। বিভিন্ন সময়ে উপাচার্যরা সেশনজট মুক্ত করার ঘোষণা দিলেও তা কেবল মুখে ও কাগজ কলমে সীমাবদ্ধতা থাকে, বাস্তবায়নে প্রতিফলন ঘটতে কখনোই দেখা যায়নি। বিশেষ করে ইংরেজি বিভাগ, রসায়ন বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, উপকূলীয় অধ্যয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে রয়েছে তীব্র সেশনজট। এ ছাড়া অন্যান্য বিভাগে ব্যাচভিত্তিক সেশনজট রয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশাগ্রস্ত হতে দেখা যায়।

এদিকে শিক্ষক সংকট নিয়েও নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা। ১০ বছরের জন্য অর্থাৎ প্রথম পর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্গানোগ্রামভুক্ত মোট ৪৯৩ জন শিক্ষকের চাহিদা ছিল। ছাড়কৃত শিক্ষক ছিল ২৬৬ জন। নিয়োগকৃত বা কর্মরত রয়েছে ২১০ শিক্ষক। শিক্ষাছুটিতে ৫৪ জন। বাকি ১৫৬ জন শিক্ষক নিয়ে চলছে ১৫০ ব্যাচের পাঠদান কার্যক্রম। ২০২৪ সালের মার্চ ও জুন মাসে ৫২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও হয়নি বোর্ড। এমনকি এই বিজ্ঞপ্তি পুনঃবিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও সেটি এখনো বাস্তবায়ন করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিকল্পনা দপ্তরের তথ্য মতে, দ্বিতীয় পর্যায়ের কাজে (প্রকল্প) ৩৩টি স্থাপনা রয়েছে। এর মধ্যে ভবন রয়েছে ২৬টি। এসব স্থাপনা নির্মাণে অনেক ব্যয়বহুল সময় প্রয়োজন। তবে জরুরি ভিত্তিতে সংকট নিরসনে একাডেমিক ভবন ও হল নির্মাণের জন্য উপাচার্যকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন একটি সূত্র। এদিকে শিক্ষক সংকট নিরসনে পুনঃবিজ্ঞপ্তি দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে একমাত্র উপাচার্যই পারবেন বলে জানান আরেকটি সূত্র।

সেশনজট ও অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, এ পর্যন্ত যে কয়জন উপাচার্য এসেছেন; তারা সবাই সংকট সমাধানে মৌখিকভাবে ঘোষণা দিলেও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ও সেশনজট নিরসনে পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। শিক্ষক সংকট নিরসনে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জটিলতা ও উদাসীনতা দেখে আসছি এখন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান বলেন, বিগত সময়ে যারাই উপাচার্য হয়ে এসেছেন; তারা সবাই অবকাঠামোগত উন্নয়নে মৌখিকভাবে ঘোষণা দিলেও কার্যকরত কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। সেশনজট নিরসনে পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে।

এদিকে প্রকৌশল দপ্তর বলছে, অবকাঠামোগত বাজেট আনতে উপাচার্যদের বিশেষ যোগাযোগ ও দক্ষতার প্রয়োজন পড়ে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় পর্যায়ের (প্রকল্প) কাজ সম্পন্ন করতে অনেক সময়ের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের সংকট এখনও তীব্র। তাই, দ্রুততর ভিত্তিতে যাতে একাডেমিক ভবন নির্মাণ করা যায়, সেই বিষয়ে আমরা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। ট্রেজারার আমার সঙ্গে ছিলেন। এই মুহূর্তে অবকাঠামোগত উন্নয়নের জন্য অন্তত ৫০ কোটি টাকা বাজেট আনা যায় কিনা সে ব্যাপারেও কথা বলে আসছি। এই বাজেটে আপাতত সংকট অনুযায়ী স্থাপনা নির্মাণ করা যাবে। পরে অবকাঠামোগত দীর্ঘমেয়াদির যে কাজ সেটিও চলমান থাকবে। এসব বিষয়ে আমরা আলোচনা করে উপাচার্যকে অবগত করেছিলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, বেশকিছু সংকটসহ ক্লাসরুম ও শিক্ষক সংকট রয়েছে। বিভিন্ন সংকট নিরসনে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ৩ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সম্ভাব্যতা যাচাই প্রকল্পের চিঠি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি যাতে অবকাঠামো উন্নয়নে বাজেট দেয়।

তিনি জানান, দেশের সাম্প্রতিক নানা প্রতিকূলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে উঠেনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের একটি বিষয় আছে। শিক্ষক নিয়োগসহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয় : কমিশন 

বাসে অটোচালককে হত্যার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ 

বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি করতে চান স্মিথ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর

গঙ্গা-পদ্মার পানিবণ্টন চুক্তি / কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল

প্রাথমিকের নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

পদত্যাগ করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

হেডকে কীভাবে আউট করতে হবে জানালেন অশ্বিন

এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান

১০

ডিবির চার্জশিট / টেঁটা দিয়ে বাবাকে কোপ দেন মিল্টন সমাদ্দার

১১

সেজদারত অবস্থায় মোয়াজ্জিনের মৃত্যু

১২

পণ্য খালাসে গড়িমসি করলেই জরিমানা : উপদেষ্টা সাখাওয়াত

১৩

ধোলাইখালে স্থানীয়দের সঙ্গে জবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭ 

১৪

অস্থির মধ্যপ্রাচ্য: এক দেশকে নিয়েই খেলছে চার দেশ

১৫

ইউএনওর কক্ষেই জামায়াত নেতাদের বেধড়ক পেটালেন বিএনপি নেতারা

১৬

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

১৭

বাংলাদেশি নাগরিককেও পাঠানো হতে পারে ভয়ংকর গুয়ানতানামো বেতে

১৮

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ

১৯

পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম

২০
X