রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতার, শিক্ষার্থীদের ঢল

প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতারের আয়োজন। ছবি : কালবেলা
প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে ইফতারের আয়োজন। ছবি : কালবেলা

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে। রোববার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। প্রথম দিনের ইফতারিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, আজ আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে তারা ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়াও নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, এরকম ইফতারের আয়োজন করা চ্যালেঞ্জিং। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রথমদিনে আমরা প্রায় ৪ হাজার প্যাকেট প্রস্তুত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ইফতারের আয়োজন করা হবে। আমরা আশা করি শিক্ষার্থীরা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেছে।

ইফতার আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আজকেই প্রথম দেখছি এত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে রমাদান পালন হচ্ছে। প্রশাসনের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। তবে সামনের দিনগুলোতে প্রশাসনের আরো অংশগ্রহণমূলক আয়োজন আশা করছি।

তবে ইফতারিতে অংশ নিতে আসা অনেক শিক্ষার্থীকেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। অনেকে শুধু পানি পেলেও খাবার পাননি৷ এছাড়াও খাবার বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে কেউ কেউ আবার প্রশাসনের উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামে এক ফেসবুক গ্রুপে মো. আতাউল্লাহ বুখারি নামে একজন লেখেন, ‘এত বড় আয়োজন কিন্তু মসজিদের ভেতরে বসা সত্ত্বেও খাবার পৌঁছেনি। পানি দিয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামে এক ফেসবুক গ্রুপে আহমাদ আহসানুল্লাহ ফারহান নামে একজন লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম এরকম আয়োজন প্রশাসনের পক্ষ থেকে। ৪-৫ হাজার সংখ্যাটা নেহায়েত কম না। শিক্ষার্থীদেরও আজকে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই খাবার পায়নি, আবার বেশিরভাগই পেয়েছেন। তবে বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা এটাকে পজিটিভ ভাবেই নেবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল ভাঙচুরের হুমকির অভিযোগ নিয়ে হাসনাতের স্ট্যাটাস

ইতালিতে প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

ভাগ্য আর বদলাল না কবিরের

দেশের প্রয়োজনে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

সৌদি সাবেক গোয়েন্দা প্রধান / গাজা পুনর্গঠনের অর্থ আদায়ে ইসরায়েলকে বাধ্য করা উচিত

ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ছে বেতন ও ম্যাচ ফি

শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

সাতক্ষীরায় পানি সম্পদ সচিব নাজমুল আহসানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মনিরামপুরে টিসিবির কার্ডবঞ্চিতদের মহাসড়ক অবরোধ

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

১০

এসপি সুভাষ বরখাস্ত

১১

স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা হুমকি নেতানিয়াহুর

১২

সেমিতে নেই সৈকত

১৩

মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ, আহত ১৫

১৪

আর্থিক সাক্ষরতা দিবস ২০২৫ : সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে আর্থিক জ্ঞান অর্জনের গুরুত্ব 

১৫

দুই ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

১৬

২৯ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবিটি সঠিক নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

১৭

একসঙ্গে পুলিশের ১২৪ কর্মকর্তাকে বদলি

১৮

রমজানে বিমানভাড়া ও টোল নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার

১৯

তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান

২০
X