জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) মাগরিবের নামাজের পর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আহলান সাহলান মাহে রমাদান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে’ ও ‘মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশ থেকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।
পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনামলে রমজানে কোনো প্রোগ্রাম করতে পারিনি। প্রশাসন আমাদের বাধা দিত। ৫ আগস্টের পর আমরা ইসলামী সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শুধু পশ্চিমা সংস্কৃতি নিয়েই বেড়ে উঠবে না, ইসলামী সংস্কৃতিও লালন করবে।
শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, গত বছর আমরা এখানে ইফতার করতে বসেছিলাম, কিন্তু স্বৈরাচারী প্রশাসন বাধা দিয়েছিল। কোনো স্বৈরাচারী শাসক ধর্মীয় অনুশাসন পালনে বাধা দিতে পারবে না। বাংলাদেশের প্রতিটি ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হোক এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়া হোক।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা যে ইফতারের আয়োজন করেছেন, তা যেন দুই-তিন দিনের মধ্যে বন্ধ না হয়। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চালু রাখুন, যাতে আশপাশের শিক্ষার্থীরা ইফতার করতে পারে।
র্যালি শেষে শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়।
মন্তব্য করুন