ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

১২ শতাধিক দৌড়বিদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘রান ফর গ্রিন ক্যাম্পাস’

সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ শতাধিক দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘DURC 10K 2025’ শীর্ষক সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা। ১০ এবং ৫ কিলোমিটারের বর্ণাঢ্য রানিং ইভেন্টের প্রতিপাদ্য ছিল ‘রান ফর গ্রিন ক্যাম্পাস’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টায় শুরু হওয়া দৌড়টির আয়োজনে ছিল ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি। যেখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের খ্যাতনামা প্রায় সব দৌড়বিদ, আয়রনম্যান, মাস্টার অ্যাথলেটস, এভারেস্ট জয়ী, পাওয়ার ম্যানসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ও অপেশাদার দৌড়বিদ।

দৌড়টি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের গেট (বসুনিয়া তোরণ) থেকে শুরু হয়ে ভিসি চত্বর, টিএসসি, শাহবাগ, থেকে ইউটার্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো, ঢাকা গেট, শিক্ষাভবন থেকে ইউটার্ন নিয়ে দোয়েল চত্বর, শহীদ মিনার, ভাস্কর্য মোড়, ব্রিটিশ কাউন্সিল, নীলক্ষেত বিশ্ববিদ্যালয় তোরণ থেকে ইউটার্ন নিয়ে বসুনিয়া তোরণে শেষ হয়। এই ট্র্যাকে যারা ৫ কিলোমিটারের প্রতিযোগী তারা দৌড়ান এক লেপ এবং ১০ কিলোমিটারের প্রতিযোগীরা দৌড়ান দুই লেপ।

১ ঘণ্টা ৪০ মিনিটে ১০ কিলোমিটার এবং ৬০ মিনিটের মধ্যে ৫ কিলোমিটার সময়ের মধ্যে যারা রান শুরু করেন প্রত্যেককে ফিনিশিং মেডেল, খাবারসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এতে দুই ক্যাটাগরিতে নারী-পুরুষ মোট ১২ প্রতিযোগীকে নগদ অর্থ, বিশেষ স্মারক প্রদান করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রেস থেকে রানিংয়ে নতুন একটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় যেটি ছিল সর্বশেষ ফিনিশার পুরস্কার তথা ‘লাস্ট ফিনিশার অ্যাওয়ার্ড’। দৌড়ের ব্যক্তিগত ফলাফল (গান টাইমের ভিত্তিতে) গণনা করা হয়।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলা পুরস্কার বিতরণীয় মঞ্চে পোডিয়ামদের নাম ঘোষণা করা হয়। যেখানে, ১০ কিলোমিটারে নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাবরিনা আক্তার স্বর্ণা, প্রথম রানারআপ ইরি লি এবং দ্বিতীয় রানারআপ রিতা দেবী। DURC 10K 2025-এর ১০ কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছেন আশরাফুল আলম, প্রথম রানারআপ পলাশ শেখ পলাশ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মো. রহিম উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইভেন্টে ৫ কিলোমিটারে নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন তেরাসা কচি, প্রথম রানারআপ সাদিয়া মুর্শেদ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জোনাকি আক্তার মনি। ৫ কিলোমিটারে পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মো. আমির হোসাইন আমু, প্রথম রানারআপ মো. ইমন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মোহাম্মদ সাইদুস সাকলাইন।

আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র এবং প্রক্টরিয়াল টিম। আরও সহযোগিতায় ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। মেডিকেল সাপোর্ট এবং অন্যান্য সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডেকো, চারদিকে, সাউথইস্ট ব্যাংক, গিগাবাইট, কডস, প্রিয়শপ ভ্রুভানা, ফুয়েল প্রভৃতি প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

আইনের শাসন না থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয় : তারেক রহমান

নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন

আমিরাতের আকাশে চাঁদ দেখা গেছে, কাল রোজা

জাতীয় টেনিসে জারিফ-সুমাইয়া সেরা

শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করল বাংলাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে শহীদ আবু সাঈদের ভাইয়ের স্ট্যাটাস

৩২ জেলার দায়িত্ব পেলেন সারজিস

কিংসে রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার

১০

পবিত্র মাহে রমজানের চাঁদের ছবি প্রকাশ

১১

জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে : আমিনুল হক 

১২

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া – অপেক্ষায় আফগানিস্তান

১৩

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন আরশাদুল হক

১৪

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু শনিবার

১৫

অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ

১৬

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৭

নতুন দলের যুগ্ম মুখ্য-সমন্বয়ক হলেন তারিকুল ইসলাম

১৮

বিস্তীর্ণ ফসলি জমির মাঝে অচল ১৮ লাখ টাকার সেতু

১৯

লক্ষ্মীপুরে ২১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

২০
X