রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম অবমাননার অভিযোগে রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

অভিযুক্ত শিক্ষার্থীর মো. সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষার্থীর মো. সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে তাকে আটক করে মারধরের পর পুলিশে দেওয়া হয়।

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম মো. সাগর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মাদার বখশ হলের আবাসিক ছাত্র।

হলের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সাগর তার ফেসবুক আইডিতে ইসলামবিদ্বেষী নাস্তিক হিসেবে পরিচিত ব্লগার আসাদ নূরের করা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি ভিডিও পোস্ট শেয়ার করে কিছু কথা লেখেন। মাদার বখশ হলের একজন শিক্ষার্থী ওই পোস্টের একটি স্ক্রিনশট হলের আবাসিক শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপে দেন। পরে বেশ কয়েকজন শিক্ষার্থী সাগরের কক্ষে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

খবর পেয়ে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাগরকে তাৎক্ষণিক পুলিশের কাছে হস্তান্তর ও হলের আসন বাতিল করার সিদ্ধান্ত নেয় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নগরীর মতিহার থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

অভিযুক্ত সাগর হোসেন বলেন, আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি, ক্যাপশনের লেখাটা আমার নজরেই আসেনি। যদি বুঝতাম, তাহলে কখনোই শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।

মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শাহ্ হোসাইন আহমদ মেহেদী বলেন, নাস্তিক আসাদ নূরের ফেসবুক পোস্ট শেয়ার করে মহানবী হজরত (সা.)-কে অবমাননা করার অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রাতে বেশকিছু শিক্ষার্থী ফোন করে আমাকে ঘটনাটি জানায়। পরে প্রক্টরিয়াল বডি ও আমার স্টাফদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীর বিচার দাবি করেন। পরে তাৎক্ষণিক তার হলের আসন বাতিল করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক শিক্ষার্থীকে ধর্ম অবমাননা করার অভিযোগে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিক তদন্ত করে দেখবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব তিক্ততা ভুলে রাশিয়াকে কাছে চাইছে যুক্তরাষ্ট্র?

ডিএনসিসি’র খালের টেকসই উন্নয়নে সহায়তা দিবে বিশ্বব্যাংক

নতুন মন্ত্রণালয় পেলেন মাহফুজ আলম

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্পেন থেকে ঘোড়ায় চড়ে পবিত্র হজ পালনে ৩ বন্ধু

বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য করবে পাকিস্তান

মামলা দেওয়ায় পরিবহন শ্রমকিদের মহাখালী সড়ক অবরোধ

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে দুই আসামি অপহরণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলক চালু শিগগিরই

নরসিংদীতে পঞ্চম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

১০

ফেনীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়নে কমিটি গঠন

১১

মানববন্ধনে বক্তারা / বঙ্গবন্ধু পরিষদের নামে লুটপাটের টাকা ফিরিয়ে আনতে হবে

১২

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত গবেষণার চর্চা বাড়ানো জরুরি : পরিবেশ উপদেষ্টা

১৪

গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে যারা

১৫

সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিহত করা হবে : অধ্যাপক মুজিবুর রহমান

১৬

দুই মাস মাছ ধরা যাবে না মেঘনায়

১৭

ফেনীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৮

অপারেশন ডেভিল হান্টে নতুন গ্রেপ্তার ৬৭৮

১৯

স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না : রিজভী

২০
X