রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সিন্ডিকেট (রিজেন্ট বোর্ড) সদস্য হয়েছেন সাইদুল ইসলাম। তাকে আগামী তিন বছরের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।
রাবিপ্রবি আইন, ২০০১–এর ধারা ১৮ (১)(ট) ও ১৮ (৪) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক শিল্প ও ব্যবসা–বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে সাইদুল ইসলামকে এ মনোনয়ন দেওয়া হয়।
সাইদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি পিএইচডি গবেষণারত।
এছাড়াও গত ৭ বছর যাবত নিজে একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্টার্ট-আপ ও উদ্যোক্তা ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন। এ বিষয়ে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে কলাম লিখছেন।
পেশাগত ও অ্যাকাডেমিক জায়গার বাইরে তিনি সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (সিজিডি) এবং ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি) -এর প্রধান নির্বাহী হিসেবে গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট, যুব ক্ষমতায়ন, এসডিজি ও পরিবেশ নিয়েও কাজ করছেন। তারই অংশ হিসেবে সর্বশেষ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সম্মেলন-২০২৪ এ প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন