কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকালে (২৪ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করেন তারা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে আমাদের এ নাম পছন্দ হয়নি। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।

এর আগে আরও দুদিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সে সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্র হয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে পাশেই হাইটেক রেলস্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। ওইদিন সন্ধ্যা থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

গত ১৪ ফেব্রুয়ারি সকালে উপাচার্যের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীরা জানান, নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রোববার শিক্ষার্থীরা একাডেমিক ভবন বন্ধ করে দেয় এবং প্রশাসনিক ভবনে ওয়েবসাইটসহ সব জায়গায় ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি ব্যবহার করে। শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের আশা টিকিয়ে রাখবে টাইগাররা?

ছিনতাই রোধে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট মাঠে নামছে : আইজিপি

আতিক-নজরুলসহ ৪ জন ফের রিমান্ডে

দেশের স্থিতিশীলতা নষ্টে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে : আইজিপি

এনসিসি ব্যাংকে নিয়োগ, নারী-পুরুষ উভয়ে আবেদন করুন

আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৮ জন 

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / ট্রাম্পের ‘চাঁদাবাজির’ প্রস্তাবে কী করবে ইউক্রেন

দুই সাবেক এমপি ও তিন চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা

ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও ব্যবহৃত রান্নার তেলের সচেতনতা নিয়ে গোলটেবিল আলোচনা

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর সমর্থন প্রকাশ 

১০

‘কব্জিকাটা গ্রুপের’ টুন্ডা বাবু ও রিফাতসহ গ্রেপ্তার ৬

১১

পতিত ফ্যাসিস্ট শক্তির বদ মতলবের কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে : আসিফ নজরুল

১২

পুলিশের হাত থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতাকর্মীরা

১৩

আলোচনা স্থগিত, পশ্চিম তীরে ট্যাংক পাঠাল ইসরায়েল

১৪

পানিসম্পদ মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইউআইইউ পরিদর্শন

১৫

কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

১৬

ঢাবির ছাত্রলীগ নেতা সুমনকে বেধড়ক পিটুনি

১৭

এইও মর্যাদা পেল ১০ ব্যবসা প্রতিষ্ঠান

১৮

ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’

১৯

৬২০ বন্দির মুক্তি না দিলে কোনো আলাপে যাবে না হামাস

২০
X