ববি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

ছবি : ভিডিও থেকে সংগৃহীত 
ছবি : ভিডিও থেকে সংগৃহীত 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাধার মুখে কনসার্ট অনুষ্ঠান বন্ধ করতে হয় ব্যান্ড কৃষ্ণপক্ষকে। এ সময় বিক্ষোভ বাড়তে থাকলে তারা পাশের জঙ্গলে অবস্থান নেয়। সেখানেই প্রায় দুই ঘণ্টা লুকিয়ে ছিল তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদের (ববিচাস) উন্মুক্ত কনসার্টে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কৃষ্ণপক্ষ নামের একটি ব্যান্ড গান পরিবেশন করে। রাত ১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলছিল। অনেক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। এসবের ক্ষোভে একপর্যায়ে দুই হলের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তমঞ্চের দিকে যান। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।

হামলার আশঙ্কায় কনসার্টের আয়োজক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানস্থল থেকে চলে যান। ব্যান্ডটির ৭ সদস্য রাত ১২টা ৫০ থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হন। এ সময় গাড়ির সব লাইট বন্ধ রেখে নীরবে সেখানে অপেক্ষা করেন তারা। পরে রাত দেড়টার দিকে ভারপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান সনি ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ইয়ামিন ইসলাম জানান, মুক্তমঞ্চ হলের পাশে হওয়ায় গভীর রাত পর্যন্ত গান-বাজনা করলে অনেকের পড়াশোনার ক্ষতি হয়, অনেকের পরীক্ষা থাকে। তাই গভীর রাত পর্যন্ত গান-বাজনা চললে পড়াশোনার বিঘ্ন ঘটে। হলগুলোতে পড়াশোনার পরিবেশ বজায় রাখার জন্য আগেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে লিখিত আবেদন দিয়েছেন। কিন্তু প্রশাসনের অবহেলার কারণে এতদিন এ দাবি বাস্তবায়িত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংসদের (ববিচাস) সাধারণ সম্পাদক সাদনান ফাহিম বলেন, ওইদিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে সমাধান করেছি। প্রক্টর সব সংগঠনের প্রতি নির্দেশনা দিয়েছেন সামনে যাতে গভীর রাত পর্যন্ত গান না বাজানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমি সে রাতে সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। পরেরদিন সকালে ববিচাসের সঙ্গে কথা বললে তারা দুঃখপ্রকাশ করে। পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা এ ব্যাপারে কিছু নির্দেশনাও দিয়েছি যাতে গভীর রাতে গান-বাজনা করা থেকে বিরত থাকে সংগঠনগুলো।

এদিকে গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে যাতে গান-বাজনা না বাজানো হয় সে ব্যাপারে প্রক্টরিয়াল বডি থেকে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় রাত ৯টার পর কোনো সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে বলা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান সনি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও খেলাধুলার আয়োজন গভীর রাত পর্যন্ত চলে, যা ক্লাস ও পরীক্ষার পরিবেশে বিঘ্ন ঘটায়। এ ছাড়া হলে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা ও নামাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ দফা নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হলো। নির্দেশনায় বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমসহ সব ধরনের আয়োজন রাত ৯টার মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়।

অন্য নির্দেশনার মধ্যে আছে, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হবে; অনুষ্ঠানটি অনুমতিপ্রাপ্ত নির্ধারিত স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে; বিকেল সাড়ে ৪টার আগে কোনো ধরনের শব্দযন্ত্র বাজানো যাবে না; একাডেমিক কার্যক্রম চলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শব্দযন্ত্র ব্যবহার করে যে কোনো অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে হবে; অন্য বিভাগের একাডেমিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে; বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও হলগুলোর আজান-নামাজের সময়ের সঙ্গে মিল রেখে শব্দযন্ত্র ব্যবহার বন্ধ রাখতে হবে; শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে রাত ৯টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করা বাধ্যতামূলক এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব আয়োজকদের বহন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলেপের ধর্ষণের বিষয়ে আরও ভয়ংকর তথ্য সামনে এলো

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই: শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তানজিম বহিষ্কার

‘এই গেম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি’

ভিসি, প্রো-ভিসির অপসারণে প্রধান উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীদের চিঠি

বেলিংহামের নিষেধাজ্ঞা বহাল, আপিলে ব্যর্থ রিয়াল মাদ্রিদ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন

সতীর্থের বিতর্কিত লাল কার্ডের পর রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

ভাষার বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক আগ্রাসন রোধের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের 

১০

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

১১

জার্মানির ভোট কাল, কেমন হবে নির্বাচন

১২

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

১৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

১৪

আজকের দিন কেমন যাবে, জেনে নিন রাশিফলে

১৫

মারমেইড বিচ রিসোর্ট: প্রকৃতি আর পর্যটনের অসাধারণ সমন্বয়

১৬

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

১৭

হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ 

১৮

ধেয়ে আসছে গ্রহাণু, ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাও!

১৯

আজহারির মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

২০
X