জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের রিপোর্টের ওপর আলোচনাসভার আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ সভার আয়োজন করা হয়েছে।
জানা যায়, নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ভায়োলেন্স সংগঠনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার ‘ওএইচসিএইচআর-ফ্যাক্ট-ফাইনডিং রিপোর্ট : হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রোটেস্ট অব জুলাই অ্যান্ড আগস্ট ২০২৪ ইন বাংলাদেশ’ রিপোর্টের ওপরে বিশেষ আলোচনাসভা ‘মানবতাবিরোধী অপরাধ এবং ইনসাফের লড়াই’।
এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভাইনের পিএইচডি গবেষক এবং শিক্ষক খন্দকার রাকিব, লেখক ও অ্যাক্টিভিস্ট সহুল আহমদ, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শেখ ইয়াসনা তিবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ভায়োলেন্স সংগঠনটির আহ্বায়ক আবুল বাশার নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় বাহিনী ও তার দলীয় কর্মীদের মাধ্যমে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই হত্যাকাণ্ডের নানাদিক আলোকপাতের সঙ্গে সঙ্গে কিছু সুপারিশও করেছেন যাতে আগামীতে এই সহিংসতা না ঘটে এবং জাস্টিস নিশ্চিত করা যেতে পারে। ফলে জাতিসংঘের এই রিপোর্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা এই বিশেষ আলোচনাসভার আয়োজন করছি। যার মধ্য দিয়ে সমাজে কীভাবে সব ধরনের সহিংসতা বন্ধ করা এবং ইনসাফ নিশ্চিত করা যায় তার আলোকপাত করা যাবে।
মন্তব্য করুন