আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং অমর একুশে কুইজ প্রতিযোগিতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অহংকার ভাষা শহীদ রফিকসহ ভাষাসৈনিকদের স্মরণে ও ইতিহাস চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এগিয়ে দুপাশে আলোকচিত্র প্রদর্শনী এবং মাতৃভাষা চর্চায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অমর একুশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আহ্বায়ক ও সদস্যসচিব সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে অমর একুশে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের আঁতুড়ঘর। বাংলা ভাষার জন্য তৎকালীন জগন্নাথের শিক্ষার্থীদের অনেক ত্যাগ আছে। বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও ভাষা শহীদদের আত্মত্যাগ শিক্ষার্থীদের জানাতেই ছাত্রদলের ভিন্নধর্মী এই আয়োজন।
মন্তব্য করুন