ববি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ববির তিন আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে ব্যানায় টাঙায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে ব্যানায় টাঙায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি মতামত দিলে নির্বাহী ক্ষমতাবলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন।

অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘তাপসী রাবেয়া বসরী হল’, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়েছে। এই পরিবর্তিত নামসমূহ আদেশ কার্যকরের কথাও জানানো হয় ওই নোটিশে।

এর আগে গত ১৫ জানুয়ারি দুটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম বদল করে ব্যানার টাঙিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্রদের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’, শেখ হাসিনা হলের নাম বদলে করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বদল করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’ রাখা হয়। পরবর্তীতে অফিসিয়ালি এই নামগুলো পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করেছিলো। সেই কমিটিতে শিক্ষককের পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। নাম পরিবর্তনে কমিটি এ সকল নাম পরিবর্তনের মতামত প্রদান করেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ও গ্রন্থাগারে নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। আমরা সেই ডকুমেন্টসগুলো কমিটির কাছেই হস্তান্তর করেছি। সেই মোতাবেক সুপারিশ করা হয়েছে।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। এছাড়া স্মারকলিপি দিয়েছিল। শিক্ষার্থীদের বিষয়গুলোই আমরা গ্রহণ করে নাম পরিবর্তনের মতামত দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি ছিল আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন করা। দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই কমিটি নাম পরিবর্তন করার সুপারিশ বা মতামত দিয়েছে। নির্বাহী ক্ষমতাবলে উপাচার্য নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন : বিএনপি

বারবার দেখছি, গণতন্ত্র হোঁচট খেয়েছে  : আলী রীয়াজ

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

সিটিস্ক্যানে ক্যানসারের ঝুঁকি, কী বলছে গবেষণা

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীরা

মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে হত্যা

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১০

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

১১

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই সরকারের : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

১২

শুক্রবার যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৩

বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু

১৪

মদসহ যুবলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল জনতা

১৫

শততম ম্যাচে দুঃস্বপ্ন, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

১৬

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

১৭

ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

১৮

ইউল্যাবের ফেয়ার প্লে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১৯

প্রবাসে গিয়ে ২৬ দিনের মাথায় লাশ হলেন মিনহাজ

২০
X