বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হয়েছেন ড. সোনিয়া খান সনি। তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শূন্যপদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া খান সনিকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। একইসঙ্গে, পূর্বের প্রক্টর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপনসহ আজ বুধবার থেকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে, যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করেন, তাহলে শুধু একটি দায়িত্বের জন্য ভাতা ও সুবিধা পাবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই নিয়োগ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানা যায়।
মন্তব্য করুন