ভবিষ্যৎ প্রজন্মকে জুলাই-আগস্টের অভ্যুত্থানের ঘটনা বইয়ের মাধ্যমেই জানাতে হবে বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হাবিপ্রবিতে চারদিনব্যাপী বইমেলায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। এর আগে এ বইমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা একাডেমির বইমেলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার আদলে হাবিপ্রবি ক্যাম্পাসে একুশে বইমেলা আয়োজনের জন্য আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের বইমেলা আগের বছরের মেলার চেয়ে অবশ্যই ভিন্ন। এবার জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্ররাই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এসব ঘটনা বইয়ে লিপিবদ্ধ হবে। বইয়ের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে ’২৪-এর জুলাই-আগস্টে কী হয়েছিল। সেজন্য বইপড়ার চর্চা আমাদের অব্যাহত রাখতে হবে।
এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা সব সংগঠনকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চারদিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত।
মন্তব্য করুন