‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের ১৮-১৯ সেশনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এতে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান জীবন।
জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে ৫৪টি জেলা ছাত্রকল্যাণ সমিতি নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে মাঠ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় কেন্দ্রীয় খেলার মাঠসহ কলেজের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা গোলাম রসুল সোহান, আইয়ুব হোসেন বিভোর, মনিরুল ইসলাম সনিসহ অনেকে।
পরিচ্ছনতা কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা মাসুদুর রহমান জীবন বলেন, নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও আমরা কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।
মন্তব্য করুন