অত্যাধুনিক মেডিকেল সুবিধাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। অবস্থান কর্মসূচিতে বসা শিক্ষার্থীর নাম মো. ইব্রাহীম খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন এই শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীর তিনটি দাবি হলো- প্রতি ১ হাজর ৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিতে হবে, মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে (এমআরআই, এক্স-রে, সিটি স্ক্যান সুবিধাসহ), ২টি দাবিই চলতি অর্থবছরেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে বসা শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিল বলেন, গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে, পরবর্তীতে ওনাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় মুখে অক্সিজেন মাস্ক দিলে দেখা যায় সিলিন্ডারে অক্সিজেন নেই। ক্যাম্পাসের মেডিকেল সেন্টারসহ অ্যাম্বুলেন্স ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। তাই আমি তিনটি দাবি নিয়ে এখানে বসেছি। আমি প্রশাসন বরাবর লিখিতও দিয়ে এসেছি, দাবি না মেনে নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রিফাত হাসান বলেন, ওই শিক্ষার্থীর দাবিগুলো যৌক্তিক। প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে।
মন্তব্য করুন