রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ চলতি মাসেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ : সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রাবি উপাচার্য বলেন, আমরা পাঁচ মাসের মধ্যে রাকসুর কথা বলেছিলাম। তবে এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে আসায় সেটা সম্ভব হয়নি। পোষ্য কোটা সংস্কার আন্দোলনসহ বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হয়েছে আমাদের। যেগুলো অনাকাঙ্ক্ষিত ছিল। তবে এবার আমরা আর সময় দিচ্ছি না। এ মাসের মধ্যেই রাকসুর রোডম্যাপ প্রকাশ করা হতে পারে।
রাকসু নির্বাচন আয়োজনে নিরাপত্তার বিষয়ে অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, রাকসু যেহেতু শিক্ষার্থীদের চাওয়া, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাই শিক্ষার্থীদের সহযোগিতাই এখানে মুখ্য ভূমিকা পালন করবে। এছাড়াও গণতন্ত্রমনা এবং রাজনৈতিক সংগঠনের বাইরে চিন্তা করে এমন ১০০ শিক্ষক এবং এক হাজার শিক্ষার্থী হলেই আমরা রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে মনে করি।
রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, আমরা ইতোমধ্যে ক্যাম্পাসের সব স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি। তাদের পরামর্শ অনুযায়ী রাকসুর গঠনতন্ত্রে কিছুটা সংস্কার করা হয়েছে। রাকসু নিয়ে উপাচার্য আমাদের একটা কমিটি করে দিয়েছেন, আমরা এটা নিয়ে মোটামুটি একটা অবস্থায় পৌঁছেছি। এছাড়া আজকেও কিছু পরামর্শ এসেছে আমরা এগুলো সংযুক্তি নিয়ে কাজ করব।
অনুষ্ঠানে ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্যানেল আলোচক হিসেবে রাখা হয়। আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকার বলে রাকসুর সভাপতি। তিনি চাইলে কমিটির যে কাউকে বা পুরো কমিটিকে বহিষ্কার করতে পারেন। যেহেতু রাকসুকে গণতন্ত্র চর্চার ক্ষেত্র বলা হচ্ছে, এক্ষেত্রে উপাচার্যের এই অতিরিক্ত ক্ষমতা সুষ্ঠু গণতন্ত্র চর্চাবহির্ভূত বলে মনে করি। তাই রাকসুর সভাপতি হিসেবে, উপাচার্যের এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে।
রাকসু নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে সহ-আয়োজক ছিল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডাইরেক্টর আরাফাত আলী সিদ্দিক, ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।
মন্তব্য করুন