জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের লিফটে সিগারেট খেতে নিষেধ করায় এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হলের ৪ নম্বর লিফটে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার চেয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম পারভেজ মোশাররফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নাইমুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী।
ভুক্তভোগী নাইমুর রহমান দূর্জয় বলেন, আমার ভর্তিচ্ছু এক ক্যান্ডিডেট আসায় তাকে বিদায় দিয়ে রুমে ফিরছিলাম। আমি তাজউদ্দীন হলের ৪নং লিফটে উঠি তখন একটি ছেলে সিগারেট হাতে লিফটে আসেন। কাউকে লিফটে সিগারেট খেতে দেখলে প্রভোস্ট স্যার ছবি তুলে রাখতে বলেছিলেন। আমি পরিচয় জিজ্ঞাসা করে পকেট থেকে ফোন বের করতেই সে তুই-তোকারি শুরু করে ও আমার উপর চড়াও হয়। আমি সিনিয়র হিসেবে পরিচয় দিলে সে আমাকে শিবির বলে মারধর করে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে ছাত্রদল সদস্য।
অভিযুক্ত পারভেজ মোশাররফের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লুৎফুল এলাহী বলেন, আমাকে ফোন দিয়েছিলেন ওই শিক্ষার্থী। ঘটনাটি আমি জেনেছি। আমাদের হল অফিস বন্ধ আছে। রোববার খুলবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন