যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী প্রিসিলা প্রিয়াঙ্কার ওপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে প্রফেসর হারুন-অর-রশিদের বিরুদ্ধে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় অভিযোগটি প্রমাণিত হয়। পরে ২০২৪ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৭২তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) হ্যান্ডবুকের ৪ (১) (ক) ধারা মোতাবেক তাকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এই সিদ্ধান্ত বুধবার (১৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে বলে আদেশনামায় উল্লেখ করা হয়।
মন্তব্য করুন