নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্রুত চালু হবে নওগাঁ বিশ্ববিদ্যালয়’

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : কালবেলা
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : কালবেলা

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেছেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম শুরু না হওয়ায় কিছুটা খারাপ লাগছে নওগাঁবাসীর। নওগাঁর মানুষ অনেক ধৈর্য ধারণ করেছেন। চিন্তার কোনো কারণ নেই। কৃষি, ইতিহাস ও ঐতিহ্যের এই জেলায় দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে বরেন্দ্রভূমি এই জেলা। পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী এআই ও রোবটিক যুগের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল বলেন, অষ্টম শতাব্দীতে নওগাঁর পাহাড়পুড়ে বিশ্ববিদ্যালয় ছিলো। কিন্তু আধুনিক যুগে এসেও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়নি বিষয়টি দুঃখজনক। ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনা করলে আজ থেকে এক হাজার বছর আগে নওগাঁ বিশ্ববিদ্যালয় চালু করা উচিত ছিল। তিনি দ্রুত বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম চালু করার দাবি জানান।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। পরে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। একই বছরের ৯ জুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। ২০২৪ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলী। চলতি বছরের ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়-এর নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করে বর্তমান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি 

জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ

রিজভীর বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

নেইমার জানালেন কবে ফিরবেন ১০০% ফিটনেসে!

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ নৌবাহিনী

নরসিংদীতে বিএনপির কার্যালয় ভেঙে ‘মরার জন্য অপেক্ষা কর’ হুমকি

মোদি-ট্রাম্পের বৈঠকে প্রাধান্য পাবে যেসব বিষয়

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

দুদকের মামলায় ডিবি কর্মকর্তার কারাদণ্ড

বুটেক্সে হলের নাম পরিবর্তন, বাদ গেল ‘শেখ হাসিনা’

১০

চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার শুরু

১১

খনিজ সম্পদের দখল নিতে ইউক্রেন ধ্বংসের অপেক্ষা করছিল যুক্তরাষ্ট্র?

১২

খুলনায় বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

১৩

সন্তোষ শর্মার ব্যাংক অ্যাকাউন্টে ৫৮ কোটি টাকা লেনদেনের তথ্য সঠিক নয়

১৪

বাঙলা কলেজে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

১৫

প্রবাসীদের সুখবর জানিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস

১৬

‘ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্রনীতির কারণে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হয়নি’

১৭

‘বউ মেলায়’ নারীদের ভিড়

১৮

‘রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে’

১৯

পৃথিবীর চেয়ে বড় বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান

২০
X