জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল (১৪ ফেব্রুয়ারি)। একটি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ৪৩ জন শিক্ষার্থী। এদিন পরীক্ষা হবে দুই শিফটে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গিয়াসউদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মোট আবেদন পড়েছে ২৪ হাজার ৯৫৬টি। এই অনুষদে আসন সংখ্যা ৫৯০টি। একটি আসনের বিপরীতে পরীক্ষা দিবেন ৪৩ জন।
এছাড়া এদিন সামজিকবিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট।
এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। বহুনির্বাচনী পরীক্ষা হবে ২৪ নম্বরের। লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরের। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর। এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গণনা করা হবে।
তবে পরবর্তীতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি ভালো। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা হবে।
মন্তব্য করুন