বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
ববি প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে নিয়মবহির্ভূতভাবে দুই সিন্ডিকেট সদস্যকে অপসারণের অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নিয়মবহির্ভূতভাবে মিথ্যা তথ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই সিন্ডিকেট সদস্যকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের বিরুদ্ধে। মেয়াদ শেষ হওয়ার আগেই গত ৬ ফেব্রুয়ারি ৪৯তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে তাদের (সিন্ডিকেট সদস্য) বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ওই দুই সদস্যকে শিক্ষার্থীদের দাবির কথা উল্লেখ করে (স্বৈরাচারের দোসর আখ্যা) এককভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান একাধিক শিক্ষক।

সদ্য বাদ হয়ে যাওয়া দুজন সিন্ডিকেট সদস্য হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেট সদস্যদের দুই বছরের জন্য নির্বাচিত হলেও মাত্র নয় মাসের ব্যবধানে নিয়মবহির্ভূতভাবে সিন্ডিকেট সদস্য থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বছরের ৩০ এপ্রিল ৪৪তম একাডেমিক কাউন্সিলে সহকারী অধ্যাপক ক্যাটাগরি থেকে একজন ও প্রভাষক ক্যাটাগরিতে একজনকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছের লোককে নিয়োগ দিতেই দুজন সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্যদের বাদ দেওয়ার উদাহরণ আছে বলে জানা নেই। ব্যক্তিগত ক্ষোভ বা অসন্তোষের জন্য যদি দুজন সদস্যকে বাদ দেওয়া হয়, তাহলে সেটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও অবৈধ।

বাদ হয়ে যাওয়া সিন্ডিকেট সদস্য মোস্তাকিম মিয়া বলেন, আওয়ামী দোসর এক কর্মকর্তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিলে আমরা শিক্ষকরা নিয়োগের বাতিল চেয়ে আন্দোলন করি। আমি সেই আন্দোলনে প্রথম সারিতে ছিলাম। সেজন্য উপাচার্যের সঙ্গে আমার একবার বাকবিতণ্ডা হয়েছিল। এ ছাড়া সাবেক ওই সেনা কর্মকর্তা উপাচার্যের খুবই ঘনিষ্ঠজন ছিলেন। সেজন্য আমার উপর ব্যক্তিগত ক্ষোভের কারণে বাদ দিছে। উপাচার্য মনে করেছেন আমরা হয়তো ভিসির ঘনিষ্ঠজন না, অন্যায় বা অনিয়ম করলে প্রতিবাদ করব, সেজন্য আমাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুনেছি উপাচার্য শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বৈরাচারীর দোসর হিসেবে আমাদের বাদ দিয়েছেন। কিন্তু আমরা তো শিক্ষার্থীদের বিপক্ষে ছিলাম না। তাছাড়া যদি এমনই হয়, তাহলে তো উপাচার্যকে আগে পদত্যাগ করা উচিত। কারণ তিনি নিজেই আওয়ামীর দোসর, যেটা সব শিক্ষার্থী জানে। এমনকি কয়েক দিন আগে শিক্ষার্থীদের দাবিও ছিল উপাচার্যের পদত্যাগের। শিক্ষার্থীদের মূল দাবি উপেক্ষা করে উপাচার্য স্বেচ্ছাচারিতা করছেন।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার কথা উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তখন ওই দুই সদস্যকে বাদ দেওয়ার বিষয়ে উপাচার্য বাকিদের সিদ্ধান্ত জানতে চান এবং বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু এটি ক্রিটিক্যাল ব্যাপার ছিল, স্বৈরাচারী দোসর ট্যাগ ছিল তাই সবাই চুপচাপ উপাচার্যের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। নাহলে বিপাকে পড়তে হতো।

তারা আরও জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে আওয়ামী দোসরমুক্ত করা। উপাচার্য গত পাঁচ মাসেও সেটি করতে পারেননি। পাঁচ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি সিন্ডিকেট সভা ডাকতে পারেননি। এতে শিক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে।

একাডেমিক কাউন্সিলের সদস্য ও কোস্টাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি যে হিসেবে দুজনকে বাদ দিয়েছেন সঙ্গে সঙ্গে তো শূন্যপদ পূরণ করার কথা। অথচ তিনি এটি না করে বলেছেন- এটা নিয়ে পরে ভাববেন। এ থেকে বোঝা যায়, এটি উপাচার্যের স্বেচ্ছাচারিতা ছাড়া কিছুই নয়।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে এমনকি উপাচার্যের নিজ দপ্তরেও স্বৈরাচারের দোসরদের দিয়ে চলছে। সেখানে কোনো সমস্যা হচ্ছে না? নিজের কাছের লোক স্বৈরাচার হলে সমস্যা নেই, কিন্তু বিরোধী মতাদর্শের লোককে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে অপসারণ করা হচ্ছে, এটা দুঃখজনক।

একাডেমিক কাউন্সিলের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি। এমনকি তাকে ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদা নিতেও পারব না, দিতেও পারব না’

পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে গ্রেপ্তার

শেখ হাসিনার আমলের মতো সিন্ডিকেট এখনো সক্রিয় : জুয়েল

বাঙলা কলেজে মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

সাভারে ‘ডেভিল হান্টে’ কুটি মোল্লাসহ গ্রেপ্তার ১৩

শাহজালাল বিমানবন্দরে দুই লাগেজ চোর আটক

অপারেশন ডেভিল হান্ট / আরও ৬০৭ জন গ্রেপ্তার, তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান

ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ

অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেপ্তার ১৬

১০

যত্রতত্র ময়লা নিক্ষেপকারীদের তালিকা করবে চসিক, শাস্তি দেবে ম্যাজিস্ট্রেট

১১

বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

১২

জাবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

১৪

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

১৫

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর, ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তার

১৬

‘তারেক রহমানের ৩১ দফা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম’

১৭

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৫ লাশ

১৮

ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

মব সৃষ্টিকারীদের কড়া বার্তা নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

২০
X