কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত

শহীদ ফেলানী ও বেরোবি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
শহীদ ফেলানী ও বেরোবি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা ও বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ ছাড়া দিনটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ড. এম শওকাত আলী সভাশেষে এ তথ্য জানান।

তিনি জানান, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের হল ভাড়া ও উন্নয়ন ফি মওকুফসহ সিন্ডিকেট সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পালটানো হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানী হল’ করা হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল দুটির নামফলক ভেঙে ফেলে নতুন নাম ঘোষণা করেছিলেন।

সিন্ডিকেট সভা শেষে আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের নামে বিভিন্ন হল ও স্থাপনার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছিল আমরা তার উত্তর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা তার পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ নামকরণের সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। আজ থেকে এ নামে পরিচালিত হবে। এছাড়া ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। এ দিনটি পালন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানান তিনি।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদেশ হবে সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ : সালাহউদ্দিন আহমদ

বিনা অপরাধে আট বছর কারাভোগের পর মুক্তি পেলেন ইব্রাহিম

বেরোবিতে বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত

পুনর্বহাল হচ্ছেন আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদরা

আ.লীগের ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন প্রচার

ধানমন্ডি ৩২-এ আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস, বাড়ছে রহস্য

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন বহাল রয়েছে : আমিনুল হক

গণহত্যার আসামিরা কীভাবে জামিন পাচ্ছে, প্রশ্ন রিজভীর

গাজীপুরে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

কনফারেন্সে বক্তারা / দেশেই মেডিক্যাল ট্যুরিজমের হাব গড়তে দরকার ইকো সিস্টেম

১০

ধন-সম্পদে মজে গদি হারালেন কেজরিওয়াল, আক্ষেপ আন্না হাজারের

১১

সাতদিনের মধ্যে আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : রাশেদ

১২

আ.লীগের মানুষ মারার রাজনীতি আর চলবে না : তাসমিয়া প্রধান

১৩

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

১৪

সিলেটে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সভায় বক্তারা / সংখ্যালঘুরা সমস্যায় পড়লে দ্রুত সেনা ক্যাম্পে জানাবেন

১৫

পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

১৬

প্রতিবিপ্লবের বিরুদ্ধে সজাগ থাকুন : রিজভী

১৭

জলবায়ুর রুদ্ররোষ : উদ্বাস্তু বাস্তবতা ও নিরাপত্তার চ্যালেঞ্জ

১৮

খুলনায় শেখ বেলালের স্মরণসভা অনুষ্ঠিত

১৯

একীভূত করে নতুন নামে মন্ত্রণালয়, প্রিন্সিপাল সেক্রেটারির প্রস্তাব

২০
X