যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুজন অধ্যাপক ও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বরখাস্তরা হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং ড. এমএ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) ও টেকনিক্যাল অফিসার মো. হেলালুল ইসলাম।
পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়াদ মো. গালিবের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের থেকে Allegations of Corruption & Misconduct-এর গুরুতর অভিযোগ থাকায় গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত ধারা মোতাবেক শাস্তি আরোপের ভিত্তি থাকায় বিধি-১৫ (১) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
অপর অফিস আদেশে বলা হয়, যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি মোতাবেক মো. হেলালুল ইসলামকে এই বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব মুন্সী মো. মেহেরুল্লাহ হলের প্রভোস্ট, রিজেন্ট বোর্ড সদস্য, নীল দলের প্যানেলে শিক্ষক সমিতির নির্বাচন করেন। এরপর ২০২২ সালে সহসভাপতি ও ২০২৩ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন-এর দায়িত্ব পালন করেছিলেন। অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ ২০১৯ ও ২০২৪ সালে দুই মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ছিলেন। এছাড়াও তিনি যবিপ্রবি নীল দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে ২০২২ সালে টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলামের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তিনি যবিপ্রবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদকের ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন