কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে একদল ছাত্র-জনতা আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।
মাহমুদুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মাহমুদুর রহমান বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি কার্যক্রম শেষ করে তাকে আদালতে ওঠানো হবে।
মন্তব্য করুন