কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গাঁজাসহ বহিরাগত সাত কিশোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা কুমিল্লা ময়নামতি কারিগরি স্কুল ও কলেজ এবং শালবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম বলেন, প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা মাদকসহ সাতজনকে আটক করেছি। আমরা যাদের আটক করেছি তাদের ভাষ্যমতে সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে যাতে তারা যেন বড় কোনো অপরাধ না করে সেজন্য মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের হাতে হস্তান্তর করেছি।
এ সময় সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ ও মাহমুদুল হাসান ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।
মন্তব্য করুন