মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক ভেঙে মুছে দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভেঙে দিতে থাকেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসাদুজ্জামান নূর বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তার পিতাকে নিয়ে ব্যবসা করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও আমরা শেখ মুজিব ও হাসিনার সকল ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলেছি।
আরেক সমন্বয়ক মো. সুজন ইসলাম বলেন, ’৭১ পরবর্তী সময়ে শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিল এবং শেখ হাসিনাও একই কায়দায় দেশকে শাসন করেছে। তাই আমরা তাদের কোনো নামফলক ও ম্যুরাল ক্যাম্পাসে রাখব না।
মন্তব্য করুন