ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সাজা নিশ্চিত করা। একসঙ্গে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।
শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সকলকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে ছাত্রত্ব হারানো শিক্ষার্থীদের পুনরায় অধ্যয়নের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, ফ্যাসিস্ট হাসিনা যে হত্যাযজ্ঞ করেছে তার জন্য তার ফাঁসি দাবি করছি। যেসব শিক্ষার্থী ছাত্রলীগের কাছে নির্যাতিত হয়ে ছাত্রত্ব হারিয়েছে তাদের সম্মানের সঙ্গে আবার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দিতে হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা-মামলার চালানো ছাত্রলীগের বিচার করতে হবে। প্রশাসনের আশ্রয়ে মুক্ত বাতাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে যারা তাদেরও বিচার করতে হবে। ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। ছাত্রদল চায় না আইন নিজের হাতে তুলে নিতে।
এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন