খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটে ছাত্রলীগ নেতাসহ ১০ ছাত্র আজীবন বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লোগো। গ্রাফিক্স : কালবেলা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লোগো। গ্রাফিক্স : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে ১০ ছাত্রকে আজীবন বহিষ্কার এবং আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কুয়েট ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে সরকারবিরোধী চ্যাটিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাতভর নির্মমভাবে নির্যাতন করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় গত ২৭ জানুয়ারি কুয়েটে ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির এ সভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ১০ ছাত্রকে আজীবন বহিষ্কার এবং আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুযানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম।

এ ছাড়া শিক্ষার্থী মোস্তাক আহমেদ কুয়েটে ৫ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না এবং শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহাল ৩ বছরের জন্য সনদ প্রদান এবং আজীবন প্রশংসাপত্র পাবে না। এই ১৩ জনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার এবং সতর্ক করা হয়েছে।

কুয়েট ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, ২৭ জানুয়ারির সভায় দুটি আলোচ্যসূচি ছিল। আলোচ্যসূচির প্রথমটিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ১৩ জনের শাস্তি হয়েছে। এর মধ্যে ১০ জনকে আজীবন বহিষ্কার এবং তিনজনকে বিভিন্ন শাস্তি প্রদান করা হয়েছে। আলোচ্যসূচি দ্বিতীয়টিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনের শাস্তি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা গাড়িবহরে হামলা  / সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রিমান্ডে 

বিএনপির বিরুদ্ধে একটা দল কুৎসা রটাচ্ছে : মজনু

কাবাডি টেস্টের প্রতিপক্ষ বদলে গেল

মুড়ি বিক্রেতা থেকে ৭০০ কোটির মালিক আবু বিমানবন্দরে আটক

তরবারির চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী : মেয়র শাহাদাত

রেজওয়ানের মেডিকেল কলেজে পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

জামালপুরে আ.লীগ নেতা আকাশ গ্রেপ্তার

স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা নায়িকা পপির 

হকি দলের কোচ হলেন সাবেক দুই অধিনায়ক

সড়কে দাঁড়িয়েছিলেন কয়েকজন, চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

১০

বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা

১১

তিতুমীরের মতো আরও অনেক কলেজ রয়েছে : সিনিয়র সচিব

১২

ইতালি যাওয়ার পথে নৌকাডুবি, পরিচয় মিলেছে মৃত ১০ বাংলাদেশির

১৩

ফেব্রুয়ারি মাসেই শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

জনগণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না : স্বপন

১৫

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগ

১৭

পুতিনের সঙ্গে হাত মিলিয়ে জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প!

১৮

সেমিনারে বক্তারা / ‘মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ’

১৯

শেখ হাসিনার মতো কারও পরিণতি হোক আমরা চাই না : ডা. শফিকুর রহমান

২০
X