কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার তিতুমীর শিক্ষার্থীদের

সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করল তিতুমীরের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করল তিতুমীরের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট লাঘবে রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে। বর্তমানে শিক্ষার্থীরা তিতুমীর ক্যাম্পাসের মুল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং রাস্তা অবরোধ করেছে।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সে সময় তারা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমীর কলেজের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।

বিশেষজ্ঞ কমিটি কাজ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে, ঢাকার ঐতিহ্যবাহী ৭টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ

বর্ষার আগে ১৯টি খালে পানি প্রবাহ নিশ্চিত করা হবে : পরিবেশ উপদেষ্টা

গুলি ছুড়ে ছিনতাইয়ের চেষ্টা, কালবেলার সাংবাদিকসহ আহত ২

এবি পার্টির নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক

একনেকে ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

‘আমি আলমগীর’ নিয়ে আসছেন নায়ক আলমগীর

সাবধান, সাবধান, সাবধান! / আসছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’

কলেজছাত্রীকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

কুকুরের তাড়া খেয়ে ভ্যানচালককে পেটালেন ম্যাজিস্ট্রেট

১০

জামায়াতকে নিষিদ্ধের চারদিন পর আ.লীগ পালিয়েছে : শাহজাহান চৌধুরী

১১

অমর একুশসহ কোনো আয়োজনে ঢাবি শিক্ষক সমিতিকে না রাখার দাবি সাদা দ‌লের

১২

বিসিবি থেকে পদত্যাগ করে নতুন মিশনে হান্নান সরকার

১৩

ইজতেমায় পদদলিত হয়ে ৪০ মুসল্লি আহত

১৪

তিতুমীরে অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

১৫

হারার পর রেফারির ওপর ক্ষোভ ঝাড়লেন আনচেলত্তি

১৬

‘শাশুড়ির ভয়ে’ প্রেমিককে নিয়ে গলায় ফাঁস গৃহবধূর

১৭

এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা ইনকিলাব মঞ্চের

১৮

বিপিএলের প্লে-অফের লড়াই শুরু কাল, দেখুন সূচি

১৯

বিয়ের চিন্তা ভাবনা নাই : তানিয়া বৃষ্টি

২০
X