রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের পঞ্চম দিন আজ। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অসুস্থ হয়ে চারজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবুও দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা।
রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকেও আমরণ অনশনে বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখা যায়।
শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ দাবি মানার বিষয়ে কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। যে কোনো মূল্যে তাদের ৭ দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সে সময় তারা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেন।
অন্যদিকে এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী ৭টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য করুন