সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রিসার্চ সেন্টারের আয়োজনে গবেষণা ও উদ্ভাবনের ওপর ১২তম সম্মেলনে গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন পাঁচ গবেষক।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক অনুষ্ঠানে গবেষকদের হাতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খাঁন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জিএম নূর নবী আজাদ জুয়েল ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। বিশেষ করে সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও পূবালী ব্যাংকের উপপরিচালক আহমেদ এনায়েত মনজুর। প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।
মন্তব্য করুন