কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীর শিক্ষার্থীদের অনশন ‘চলবে’

সরকারি তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিতুমীর কলেজের শিক্ষার্থী আলী আহমদ এ ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ব ইজতেমার জন্য সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলন শিথিল থাকবে।

গত কয়েক দিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে রয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের কারণে কয়েক দিন ধরেই ব্যাপক ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের।

শনিবার দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমীর কলেজের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।

বিশেষজ্ঞ কমিটি কাজ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে, ঢাকার ঐতিহ্যবাহী ৭টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষায় নেমেছেন শহীদ আকাশ বেপারির স্ত্রী লাকি

মাছ চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পাংশায় শ্রমিক দলের কমিটি নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

নরসিংদীতে ৯ হাজার স্বেচ্ছাসেবীর মিলনমেলা

চাঁদা নিয়ে সন্ত্রাসীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগ

এবার ১ দফা ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

প্রতিটি ডলারের পাই পাই জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে

সুস্থ জাতি গড়তে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক

বিদ্যালয়ের অনুষ্ঠানে বেজে উঠল আ.লীগের নির্বাচনী প্রচারের গান

১০

শাবির ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন পাঁচ গবেষক

১১

আন্দোলন সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন, অভিযোগ উমামা ফাতেমার

১২

‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে, সময় থাকতে কেটে পড়’

১৩

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশিদিন চলতে পারে না : খোকন

১৪

নলকূপ থেকে উঠছে না পানি, স্থানীয়দের হাহাকার

১৫

কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়

১৬

রামেকে আইসিইউ বুক কর্নার / বই পড়ে সময় কাটে রোগীর স্বজনদের

১৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ‘খাল দখলে’ পানামায় পাঠাচ্ছেন ট্রাম্প!

১৮

‘মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থান দেবে না’ 

১৯

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দিলেন জাতীয় পার্টির কাজী মামুন

২০
X